Repetitive বলতে মাঝে মাঝে দেখা যায় আমরা একটা প্রবলেম সলভ করতে এমন একটা সল্যুশনে পৌছাইছি যেখানে বারবার সেইম কাজ রিপিট হইতেছে, যেটা কিনা আমরা বাদ দিলেও আমাদের প্রবলেম টা সল্ভ করা সম্ভব।
সাধারনত Fixed সাইজের একটা Window/অংশ/Subarray/Substring নিয়ে Sliding Window কাজ করে থাকে। এই রিলেটেড প্রব্লেমে একটা ফিক্সড সাইজের Window দেয়া থাকে, এটাকে লক্ষ্য করে আমাদেরকে সল্যুশনের দিকে আগাইতে হয়।
সাধারনত Fixed সাইজের একটা Window/অংশ/Subarray/Substring নিয়ে Sliding Window কাজ করে থাকে। এই রিলেটেড প্রব্লেমে একটা ফিক্সড সাইজের Window দেয়া থাকে, এটাকে লক্ষ্য করে আমাদেরকে সল্যুশনের দিকে আগাইতে হয়।
How to Identify?
১। Array/String/Subarray/Substring
2। Longest/Smallest/Minimum/Maximum/
৩। Window Size
সাধারনত এই তিনটা জিনিসের মাধ্যমেই খুব সহজেই আমরা বুঝতে পারবো কিভাবে একটা প্রবলেম এই টেকনিক এর মাধ্যমে সলভ করা যাবে।
Sliding Window এবং Two Pointers টেকনিকের মধ্যে ছোটো একটা পার্থক্য আছে।
Two Pointers টেকনিকে আমরা দুই সাইড থেকে আগাইতে থাকি কিন্তু Sliding Window তে একইদিকে "window" আগাইতে থাকে।
নেক্সট কিছু Sliding Window রিলেটেড প্রবলেম সল্ভিং এর মাধ্যমে আমরা আরোও সুন্দর মত এই টেকনিক বুঝতে পারবো ।
No comments:
Post a Comment